[english_date]

বরগুনায় শিশুর লাশ উদ্ধার

বরগুনায় নিখোঁজের একদিন পর মাছের ঘের থেকে ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেল থেকে শিশু ইউসুফ নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় পুলিশে খবর দেয় স্বজনরা। পরে মঙ্গলবার বিকেলে আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউসুফের বাবা বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা করেন। এতে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে উল্লেখ করা হয়। লাশের কপালে আঘাতের চিহ্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে লাশ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ