[english_date]

বরগুনার পিপুলিয়া বাজার এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ আটক ২

বরগুনার পিপুলিয়া বাজার এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৮) সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও মো. সলে মৃধার ছেলে রুহুল আমিন। র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের এএসপি নিজাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ৠাবের একটি দল পিপুলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ