১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরখাস্তের রায় নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দিয়েছেন জাহাঙ্গীরের আইনজীবী

বরখাস্তের রায় নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আইনজীবী। আর এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জুন) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (১৮ জুন) রায়ের পর জাহাঙ্গীর আলমের আইনজীবী সাজ্জাদ উল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমন সংবাদ প্রচারের পর আজ (সোমবার) আইনজীবীকে তলব করে হাইকোর্ট এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। রায়ে এমন কোনো পর্যবেক্ষণ ছিল না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এ সময় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওই আইনজীবী।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে জানিয়েছেন হাইকোর্ট। গত রোববার (১৮ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত রোববার (১৮ জুন) রায়ের পর জাহাঙ্গীর আলমের আইনজীবী সাজ্জাদ উল ইসলাম জানান, আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তবে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এর আগে গত (৬ জুন) উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ এবং ভুয়া অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ মে জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। পরে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে ক্ষমাও করা হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ