১৩ বছর বয়সে আইপিএলে নিলামে নাম ওঠার সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে আসে বৈভব সূর্যবংশী। আজ মেগা নিলামে এই ভারতীয় দল পেয়ে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। শুধু ইতিহাসই গড়েনি, কোটিপতিও বনে গেছে বৈভব।
আইপিএলের মেগা নিলামে ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ৩০ লাখ ভিত্তিমূল্য থাকা এই ক্রিকেটারকে দলে নিতে প্রায় দুই মিনিটের নিলামে লড়াই করেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত সাঞ্জু স্যামসনের রাজস্থান নিলামে বৈভবকে দলে টেনেছে।
বৈভব সূর্যবংশী নামটা কেউ এতদিন না জানলেও এবার আইপিএলের নিলামে তাকে ঘিরে আলোচনা শুধু বয়সের কারণেই নয়। নিলামের তালিকায় তার নাম ওঠার পর এর বাইরে আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
সেটি হলো – এই বয়সেই (১৩ বছর ২৩৪ দিন) এক বছরে একাধিক টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছে বৈভব সূর্যবংশী। ইতিমধ্যে ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছে।
শুধুই খেলেছে বললে ভুল হবে, রেকর্ডও গড়েছে! গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছে বৈভব – যুব টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি সেটি, ভারতীয়দের মধ্যে দ্রুততম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের সেই ইনিংস খেলার পর থেকেই আলোচনায় উঠে আসে এই কিশোর।