বাণভাসি হতে পারে নাইজেরিয়া। সেই আশঙ্কায় বৃ্স্পতিবার প্রায় দশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেশী ক্যামেরন বাঁধের জল ছাড়বে। সেই জল ভাসিয়ে দিতে পারে নাইজেরিয়ার বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে উত্তর ক্যামেরনের লাগদো বাঁধ সারাইয়ের কাজ শুরু হবে। তাই বাঁধের সব জল ফেলে দেওয়া হবে। ১৯৮২ সালে ক্যামেরনের গারৌয়া এলাকায় তৈরি হয়েছিল ৩০০ মিটার দীর্ঘ এই বাঁধটি। দেশের উত্তরাংশের বিরাট একটি এলাকায় জলবিদ্যুতের যোগান দেয় এই বাঁধ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি। অবিলম্বে মেরামতি প্রয়োজন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে।