
তারা দুই বন্ধু । একজনের নাম হাসিবুল ইসলাম অন্যজন মিনারুল ইসলাম কালু।
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের কৃষক হাসিবুল ইসলামকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু মিনারুল ইসলাম কালু। শনিবার রাত ১০টার দিকে গ্রামে একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের আলা উদ্দীনের মুদি দোকানের সামনে ক্যারামবোর্ড খেলছিলেন হাসিবুল ইসলাম। এসময় তার বন্ধু কালু একটি ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে উপর্যপরি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কয়েক দিন আগে কালুর স্ত্রীকে বাড়িতে একলা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে হাসিবুল। এর প্রতিশোধ নিতে হাসিবুলকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের প্রক্রিয়ার পাশাপাশি কালুকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মামালার কোন খবর পাওয়া যাই নি।