[english_date]

বনানীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রাজধানীতে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপভ্যানের মুখোমখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

বনানী ফ্লাইওভারের ঢালে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরগীবাহী পিকআপের চালক মিজানুর রহমান (৩০), মাটিবাহী ট্রাকের চালক আরিফ হোসেন (২৮) ও সহকারী শামীম হোসেন (২৫)। আহতরা হলেন- ট্রাকের সহকারী আশিক আহমেদ (২৫), পিকআপে থাকা একদিল (৩২) ও সেলিম হোসেন (৩০)।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। হতাহতদের বিস্তারিত পরিচয় এবং ট্রাক ও পিকআপটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা জানা সম্ভব হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ