১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড় পরমাণু বোমার প্রদর্শনী করবে রাশিয়া

সবথেকে বড় পরমাণু বোমা প্রদর্শনীর করবে রাশিয়া সরকার। তবে ‘টিসার বোম্বা’ নামের এই বড় পরমাণু বোমাটি সরাসরি প্রদর্শনীতে আনা হবে না বরং তার জায়গায় হবহু নকল একটি বোমা দেখানো হবে বলে জানা গিয়েছে। আগামী মাসের ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

সরকার নিয়ন্ত্রিত রুশ অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রোজাটম স্টেট অ্যাটোমিক এনার্জি কর্পোরেশন মস্কোয় এ প্রদর্শনীর আয়োজন করবে বলে সূত্রের খবর। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আসন্ন এ প্রদর্শনীর মূল আকর্ষণ হবে এএন-৬০২ পরমাণু বোমাটি৷ যা ‘টিসার বোম্বা’ নামে সেদেশে পরিচিত।

প্রসঙ্গত, ১৯৬১ সালে রাশিয়া আর্কটিক মহাসাগরে বিশাল আকারের পরমাণু বোমার পরীক্ষা চালায় এবং এর বিস্ফোরণ ক্ষমতা ছিল ৫৭ থেকে ৫৮.৬ মেগাটন। বিস্ফোরণের পর বিশাল আকারের আগুনের কুণ্ডলি ওঠে যা ১,০০০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছিল। এছাড়া, আকাশে ৬৭ কিলোমিটার উচ্চতায় মাশরুমের মতো মেঘের সৃষ্টি হয়। রুশ পরমাণু বোমার পরীক্ষার পর ৮০০ কিলোমিটার দূরের ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ