কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
পুলিশ জানায়, গতরাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হওয়া বজ্রপাতে ওই ৩ জনের মৃত্যু হয়। সদর ইউনিয়নের চুয়া মল্লিকপাড়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজনীন নামে এক নারীর।
এদিকে, রিফায়েতপুর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় গুরুতর আহত হন শহিদুল ইসলাম ও তার স্ত্রী হাজেরা খাতুন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজেরা খাতুন।
অন্যদিকে, পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামে বজ্রপাতে টুটুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 221