বেজিং: এতদিন তো বোনাস হিসাবে কত কিছু না শোনা গিয়েছে৷ কখনও “মহিলাকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী যুবকের” মোটা অঙ্কের টাকা অথবা কোন গিফট৷ অতি সম্প্রতি গুজরাটের একটি সংস্থা তার কর্মচারিদের বছর শেষে বোনাসে গাড়ি দেওয়ার কথাও ঘোষণা করেছিল৷ আবার মাঝে মাঝেই শোনা যায় বোনাসে দামি ফ্ল্যাট দেওয়ার কথা৷ কিন্তু তাই বলে বছর শেষে বোনাসে মিলবে পর্ণস্টারের সঙ্গে রাত্রি বাসের সুযোগ! এমনই আজব বোনালের ঘোষণা চিনা সংস্থা কুইহু’র৷সংস্থাটি তাদের উচ্চপদস্থ অফিসার বছর শেষের বোনাস হিসাবে নামী জাপানি পর্ণস্টারের সঙ্গে রাত কাটানোর ঘোষণা করে৷ প্রথমে খবরটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা হলেও পরে তা গোল বাধে সকলে জানতে পারলে৷ চিনে রীতিমত শোরগোল পড়ে যায় অন্যান্য সংস্থার কর্মীদের মধ্যে৷ শোরগোল বাঁধতেই তারা তাদের ‘বোনাস’ থেকে সরে আসে৷ তবে কিন্তু এখনও কর্মচারি ও অফিসার মধ্যে এই বোনাস নিয়ে চর্চার শেষ নেই৷ তবে সংস্থার কর্ণধার এই বিষয়ে মুখে কুলুপ এটেছেন ৷
বছর শেষের ‘বোনাস’ পর্ণস্টারের সঙ্গে রাত্রিবাস
