[english_date]

বছর শুরুতেই তৌসিফ-মেহজাবীনের বাজিমাত

নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব-মেহজাবীন চৌধুরী জুটির নাটক ‘কাজলের দিনরাত্রি’। মুক্তির পর চারদিকে শুধু প্রশংসা আর প্রশংসা, এ জুটি রীতিমতো বাজিমাত করেছেন।

জাহান সুলতানা ও ভিকি জাহেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ভিকি। গল্পে কাজলের চরিত্রে মতো মেহজাবীনের অনবদ্য অভিনয়ে মুগ্ধ দর্শক। সেইসাথে আলো ছড়িয়েছেন তৌসিফ মাহবুবও।

তৌসিফ মাহবুব বলেন, খুবই ভালো লাগছে দর্শকদের এত সাড়া পেয়ে। বছরের শুরুটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। পুরো টিমকে এজন্য ধন্যবাদ জানাই। চেষ্টা থাকবে সামনে আরও ভালো কিছু করার।

মেহজাবীন চৌধুরী বলেন, বছরের শুরুটা সত্যি অনেক ভালোভাবে হলো। কাজল চরিত্রটিকে যারা অসামান্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর এই চরিত্রটি করা সম্ভব হতো না যদি টিমের সাপোর্ট ন পেতাম। এর জন্য আমাদের পুরো টিমকেও কৃতজ্ঞতা জানাই।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ