বিগত ছয়টি সিজনে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে হলে এবারে বিপিএল হবে ফ্র্যাঞ্চাইজি বিহীন। বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম দেওয়া হয়েছে “বঙ্গবন্ধু বিপিএল”। এই বিপিএলের অর্থায়ান থেকে শুরু করে দলের স্পন্সর ঠিক করা সহ সব দায়িত্ব নেয়েছে বিসিবি নিজেই।
আগামী ৮ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং ১১ ডিসেম্বর থেকে খেলা শুরু হবে ।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে প্লোয়ার বাচাই করে নিয়েছে দলগুলো। এবারে অংশগ্রহন করছে আগের বারের মত সাতটি দল। দলগুলো হল ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ওয়ারিয়র্স, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার।
নিচে কোন দলে কারা কারা
ঢাকা প্লাটুন:
দেশী: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলি অনিক,
বিদেশী: শহিদ আফ্রিদি (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), লরি ইভান্স (ইংল্যান্ড), লুইস রিস (ইংল্যান্ড)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
দেশী: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিক,
বিদেশী: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিট (উইন্ডিজ),আভিশকা ফার্নান্দো (শ্রীলংকা, রায়ান বার্ল জিম্বাবুয়ে, ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।
কুমিল্লা ওয়ারিয়র্স:
দেশী: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি,
বিদেশী: কুসল পেরেরা ও দাসুন শানাকা (শ্রীলংকা), মুজিব-উর-রহমান (আফগানিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড) ।
খুলনা টাইগার্স:
দেশী: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম,
বিদেশী: রাইলি রুশো (দ: আফ্রিকা), রবি ফ্রাইলিঙ্ক (দ: আফ্রিকা), মোহাম্মদ আমির (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
রাজশাহী রয়্যালস:
দেশী: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম,
বিদেশী: রবি বোপারা (ইংল্যান্ড), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।
রংপুর রেঞ্জার্স:
দেশী: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিত সাহা
বিদেশী: মোহাম্মদ নবি (আফগানিস্তান), শাই হোপ (উইন্ডিজ), লুইস গ্রেগোরি (ইংল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দ: আফ্রিকা)।
সিলেট থান্ডার:
দেশী: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া,
বিদেশী: শেরফেইন রাদারফোর্ড ও জনসন চার্লস (উইন্ডিজ), শফিকউল্লাহ শাফাক ও নাভিন-উল-হক ((আফগানিস্তান), জিবন মেন্ডিস (শ্রীলংকা)।