৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে মোদির বাংলা টুইট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলায় টুইটারে একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ টুইট করেন।

মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা।’

এর আগে  দুপুর ১২টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছে নরেন্দ্র মোদি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি দিয়ে সাজানো গ্যালারি ঘুরে দেখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ