বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে নির্মাণাধীন থানা ভবনের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 127
























