ফ্লাশিং মেডো থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল৷পাঁচ সেটের (৩-৬,৪-৬,৬-৪,৬-৩,৬-৪) লড়াইয়ে ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে হারেন নাদাল৷
তৃতীয় রাউন্ডে বিশ্বের ৩২ নম্বর ফগনিনির কাছে হেরে মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন রাফা৷ প্রথম দু’টি সেট জিতলেও টানা তিন সেট হেরে ফ্লাশিং মেডো থেকে বিদায় নেন নাদাল৷
পোস্টটি যতজন পড়েছেন : 127