ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারীর বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদ নামক এক ব্যক্তিকে সনাক্ত করেছে বার্তা সংস্থা এপি-কে ফ্রান্সের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গার্ডিয়ান জানিয়েছিল, কোম্পতোর ভলতেয়ার ক্যাফেতে হামলাকারী ইব্রাহিম আবদেসলামের সঙ্গে আবাউদের সংযোগ ছিল। গত আগস্টে ফ্রান্সের থেলিসে ট্রেনে সন্ত্রাসী হামলা চেষ্টার ঘটনার সঙ্গেও আবাউদের নাম উঠে এসেছিল। আমস্টারডাম থেকে প্যারিসের পথে যাওয়ার সময় ওই ট্রেনে এক জঙ্গি যাত্রীদের গুলি করার চেষ্টা করে, কিন্তু যাত্রীরা তাকে নিরস্ত্র করতে সক্ষম হয়।
ফ্রান্সের আরটিএল রেডিও জানিয়েছে, বেলজিয়ান বংশোদ্ভূত ২৭ বছর বয়সী আবাউদ সিরিয়াতে ইসলামিক স্টেটসের সবচেয়ে সক্রিয় হত্যাকারীদের মধ্যে অন্যতম। তার জন্মস্থান বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসের মোলেনবিক এলাকায় পুলিশ বেশ কয়েকবার হানা দিয়েছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে , আবাউদ পুরো আক্রমণের তত্ত্বাবধানে ছিলেন এবং অর্থায়নও তিনি করেছেন। তার বিরুদ্ধে বেলজিয়ামে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে এবং তিনি সর্বশেষ গ্রিস থেকে ফোন ব্যবহার করেছিলেন।