গত শুক্রবার ফ্রান্সে এক সন্দেহভাজন জঙ্গির হানায় দু’জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের এক রয়াসনাগারে হামলা চালায় সন্দেহভাজন এক জঙ্গি। দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিয়ন শহরের এক কেমিক্যাল প্ল্যান্টে হামলাকারীকে চিহ্নিত ও আটক করা হয়েছে বলে ফ্রান্সের প্রশাসনিক মহলের দাবি। বসের মুণ্ডু কেটে প্ল্যান্টের ছাদে টাঙিয়ে দেয় ওই সন্দেহভাজন। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কারখানায় ইসলামিক স্টেটের পতাকাও পাওয়া গিয়েছে। মাত্র পাঁচ মাস আগে ফ্রান্সের অ্যানিমেশন পত্রিকা ‘চার্লি হেবডো’র ওপর ইসলামিক জঙ্গিরা হামলা চালিয়েছিল।
পোস্টটি যতজন পড়েছেন : 220