
ভক্তের পাগালামির শেষ নেই। অবাক এক কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ খানের এক পাগল ভক্ত।সোজা শাহরুখ খানের বাড়ির সুইমিং পুলে ঝাঁপি!কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে এসে তিনি লাফিয়ে পরলেন শাহরুখ খানের পুলে। তার নাকি ইচ্ছাই ছিল শাহরুখ খানের সুইমিং পুলে স্নান করা! সম্প্রতি নতুন সিনেমা ‘ফ্যান’এর প্রচারের জন্য এক অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন শাহরুখ খান।
ভক্তদের আবেগ-অনুভূতিকেও খুব গুরুত্ব দেন শাহরুখ।অনুষ্ঠানে সেটারও উল্লেখ করেন তিনি।
মোট কথা, ‘ফ্যান’ ছবির প্রচারে এসে নিজের ভক্তদের প্রতি সমস্ত ভালবাসা উজাড় করে দিতে দেখা গেল শাহরুখকে।
ফ্যান সিনেমাটি পরিচালনা করেছেন মানিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপরা।
এক চিত্রনায়ক ও তার মতো দেখতে এক ভক্তকে নিয়ে সিনেমাটির কাহিনী এগিয়েছে। ‘ফ্যান’ এ শাহরুখের বিপরীতে অভিনয় করছেন ওয়ালুসচা ডি সুজা। একটি আইটেম গানে থাকবেন ‘বরফি’খ্যাত ইলিয়েনা ডি ক্রুজ।
২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী ১৫ এপ্রিল ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ফ্যান’ সিনেমাটি মুক্তি পাবে।