নিজের ফোনে খবর পড়তে গিয়ে প্রায় রোজই বিরক্ত হন? আপনার ফোনে কাঙ্ক্ষিত খবরের পাতা সহজে খোলে না? এর জন্য দায়ী কে ভাবতে ভাবতে আবিষ্কার করেছেন, ফোনের নেটই এই চক্রান্তের মূলে। আর ভাবার প্রয়োজন নেই। আপনার জন্য ফেসবুক এনেছে এক নতুন আপডেট। যার ফলে কম ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের মাধ্যমেও সহজে খুলে যাবে কাঙ্ক্ষিত নিউজ পেজ।
কীভাবে হবে এসব? নেক্সট ওয়েব নামের এক টেকনোলোজি কোম্পানি জানিয়েছে, ফেসবুক ওপেন সোর্স নেটওয়ার্ক কানেকশন ক্লাস নামের এক নতুন আপডেট এনেছে। যার ফলে আপনার ফেসবুক লাইট অ্যাপ জেনে যাবে আপনার ফোনের ইন্টারনেটের গতি। সেই অনুযায়ী, যে কোনও খবর নিজের ফাইলের দৈর্ঘ্য কমিয়ে খুলে যাবে। এমনকী ফেসবুক এক নতুন জেপিজি ফাইলের ছবি এনেছে। যা ফোনে সহজেই খুলে যাবে। নিজের মতো করে নিউজের পছন্দও নির্ধারণ করে দেওয়া যাবে।
নতুন এই প্রকল্পের ফলে আগাম ডাউনলোড করা পাতা খুলবে আগের থেকে আরও সহজে।