এবার বিনামূল্যে ভিডিও কলের সুবিধা দেবে ফেসবুক মেসেঞ্জার৷ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির তরফে জানানো হয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, তাদের নয়া এই সুবিধা প্রতিযোগিতায় ফেলবে স্কাইপ, হ্যাংআউট নামের ভিডিও কলিংয়ের পরিষেবা দেওয়া অ্যাপসগুলিকে৷
ফেসবুকের এক ব্লগে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বে ৬০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন৷বিশেষজ্ঞদের অনুমান, এই বিপুল সংখ্যক ব্যবহারকারীরা যদি এই অ্যাপস ব্যবহার করেন তাহলে একধাক্কায় স্কাইপ বা হ্যাংআউটকে পিছনে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না৷ পাশাপাশি ফেসবুকের তরফে জানানো হয়েছে, ব্যবহারকারী এই অ্যাপের মাধ্যমে টাকাও পাঠাতে পারবেন৷তবে এই ভিডিও কলিংয়ের সুবিধে এখনই এ দেশে মিলবে না।