১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে শিশুদের ছবি পাবলিশে সতর্কতা জারি

সন্তানদের আনন্দের মুহূর্তগুলো সোশ্যাল সাইটে শেয়ার করে আপনিও আনন্দ পাচ্ছেন কিন্তু এইসব ছবি চলে যাচ্ছে অনেক পর্নো সাইটে! সেখানে বিকৃত সব রুচির লোকদের আপত্তিকর মন্তব্যে ভরে যায়।

তাই শিশুদের ছবি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের পাবলিক পোস্ট দেয়ার ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক করেছে জার্মান পুলিশ। নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ পরামর্শ দিয়েছে দেশটির পুলিশ বাহিনী।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ সাইটে দেয়া শিশুদের ছবি পাবলিক পোস্ট করা হলে তা কপি করতে পারে দুর্বৃত্তরা। ওই ছবি এডিট করে অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে। কোন একটি পরিবারকে বিব্রত করার জন্য এ ধরণের একটি ছবিই যথেষ্ঠ যা শিশুটির পরবর্তী জীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন দেশটির পুলিশ।

ফেসবুকে পোস্ট করা ছবির প্রাইভেসি সেটিংস বিষয়ে মনোযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে পোস্ট করা ছবিটি যেন শুধু ব্যবহারকারীর ফেসবুক বন্ধুরা দেখতে পান। জার্মান পুলিশের ওই ফেসবুক পোস্টটি এরই মধ্যে প্রায় ২ লাখ বার শেয়ার হয়েছে। আর স্ট্যাটাসটি ভিউ হয়েছে এক কোটি ১২ লাখ বারের বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ