ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত বছরের ২৭ সেপ্টেম্বর এক পোস্টে লেখেন, রক্তদান সহজ করতে আজ আমরা ভারতে নতুন সুবিধা চালু করছি। গত মঙ্গলবার থেকে সুবিধাটি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়েছে। এতে প্রয়োজনের সময়ে বাংলাদেশ ও ভারতের ব্যবহারকারীরা সহজে রক্তদাতা খুঁজে পাবেন বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।
কীভাবে কাজ করে?
রক্তদাতা হিসেবে নিবন্ধন করার জন্য www.facebook.com/donateblood ঠিকানায় গিয়ে কিংবা কেউ রক্তদাতা হিসেবে নিবন্ধন করেছেন এমন পোস্টে ‘Get Started’ বোতামে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।