মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারী তার স্বামীকে ফেসবুকের মাধ্যমে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্সের এই পদ্ধতি আদালত গ্রহণও করেছে। বিশ্বে সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদের ঘটনায় এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
নিউয়র্কের ব্রুকলিনের নার্স স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ফেসবুকে স্বামীর উদ্দেশ্যে একটি বার্তা পোস্ট করে দেন। ২৬ বছর বয়সী নারী এলানোরা বাইদু ভিক্টর সেনা ব্লাডরাকুকে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।
এদের দুইজনেরই জন্ম আফ্রিকার ঘানায়। ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যাথিউ কুপার সমপ্রতি তার আদেশে বলেন, এলোনারা ফেসবুকের মাধ্যমে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে ডিভোর্স দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা গৃহীত হয়েছে।
তবে এই পদ্ধতি অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে তিনি কিছু বলেননি।
পোস্টটি যতজন পড়েছেন : 238