১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি অতঃপর গ্রেফতার

ফেসবুকে এক গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় শহিদ উল্লাহ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক গৃহবধূর অশ্লীল ছবি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শহিদ উল্লাহ কয়েক মাস আগে ফেসবুকে পোস্ট করে। বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূ তথ্যপ্রযুক্তি আইনে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহিদ উল্লাহকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

নাঙ্গলকোট থানার এসআই জসিম উদ্দিন জানান, গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ