১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকের নতুন অপশন, কারো পৌষমাস কারো সর্বনাশ

ফেসবুকে অচেনা মানুষের কাছ থেকে অযথা মেসেজ; মাঝেমধ্যে বিরক্তি তো করেই- স্প্যাম ডিলিট করতে হিমশিম খেতে হয়। এর থেকে রেহাই পেতে ফেসবুক নিয়ে আসছে বিশেষ ফিচার। বন্ধু নয় এমন ফেসবুক প্রোফাইলে মেসেজ করলে অনুমতি নিতে হবে তাকে। পচ্ছন্দ হলেই দরজায় কড়া নাড়বেন, সত্যিই বিরক্তকর! গত ২৭ অক্টোবর ফেসবুক এই ফিচার আনার ঘোষণা করে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ভোগান্তি দূর করার জন্য এই পদক্ষেপ। তবে এই পরিবর্তন কারোর পৌষমাস কারোর সর্বনাশ দুটোই হতেই পারে বলে মনে করছে ফেসবুকপ্রেমীরা।
চমকালেন না হাঁফ ছেড়ে বাঁচলেন? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ দুই ধর্মী মানুষদের বলা এখন থেকে আপনার বন্ধু এমন প্রোফাইলের মেসেজ সরাসরি ইনবক্সে এসে পৌঁছাবে। আরা যারা আপনার প্রোফাইলের সঙ্গে কোনও ভাবে সম্পর্ক নেই এমন ব্যক্তির বার্তা দুয়ারে ওয়েট করবে। অর্থাত, ‘আদার’ ফোল্ডারে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ হিসবে ফেসবুক মেসেঞ্জারের ওপরে দেখানো হবে। সেখানে অপরিচিত ব্যক্তির নাম, ঠিকানা, মিউচিয়াল ফ্রেন্ডের নাম সব দেখাবে। আপনার ইচ্ছা হলে তার বন্ধুত্ব গ্রহণ করবেন না হলে ফিরিয়ে দেবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ