২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুককে ৩ মাসের আলটিমেটাম

ব্যাপক সমালোচনার মুখে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনে ফেসবুক। নতুন নীতিমালায় ব্যবহারকারীদের কি ধরনের তথ্য সংগ্রহ করা হয় এবং কোন কাজে তা ব্যবহার করা হয় তাও সুস্পষ্ট করা হয়।

প্রাইভেসি পলিসির আগের দীর্ঘ ও জটিল শর্তগুলো ৭০ শতাংশ পর্যন্ত সহজ করে ফেসবুক। কিন্তু এরপরও তাতে ফাঁকফোকর রয়ে গেছে।

এর মধ্যে অন্যতম ফাঁকটা হল লগ-ইন থাকা অবস্থায় তথ্য সংগ্রহ করা ছাড়াও লগ-আউট করার পরও ব্যবহারকারীর নানা তথ্য সংগ্রহ করে থাকে ফেসবুক। এমনকি, অ্যাকাউন্ট নেই -এমন গ্রাহকদের অনলাইন-অফলাইন কর্মকাণ্ডের তথ্যও সংগ্রহ করে ফেসবুক। আর এ নিয়ে এবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফ্রান্সের ডাটা নিরাপত্তা কর্তৃপক্ষ সিএনআইএল। সূত্র- টেক ক্রাঞ্চ।

সিএনআইএল গ্রাহকদের অনলাইন কর্মকাণ্ড অনুসরণ বন্ধ করার জন্য তিন মাসের সময় বেঁধে দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টে ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ডের পরিবর্তে কমপক্ষে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড চালুর নির্দেশও দিয়েছে।

শুধু তাই নয়, ফ্রান্সের গ্রাহকদের তথ্য যুক্তরাষ্ট্রে অবস্থিত ডাটা সেন্টারে স্থানান্তরের বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছে সিএনআইএল।

সিএনআইএল জানিয়েছে, অ্যাকাউন্ট নেই -এমন গ্রাহকদের অনলাইন-অফলাইন তথ্য সংগ্রহ করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে ফেসবুককে।

কুকি ইনস্টল করে ইন্টারনেট ফেসবুক ব্যবহারকারীদের অফলাইন-অনলাইন তথ্য সংগ্রহ করে থাকে বলে নানা সময় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সমালোচনাও এখনো হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ