ফের হামলা হতে পারে তিউনিশিয়ায়। দেশ জুড়ে জারি করা হল সতর্কতা। বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করল বিদেশমন্ত্রক। এখনও তিউনিশিয়ায় আটকে রয়েছেন বহু পর্যতকল বাড়ি যাওয়ার জন্য সরকারের আছে আবেদন জানাচ্ছেন তাঁরা। গত শুক্রবার, ভয়াবহ হামলা হয় তিউনিশিয়ার সমুদ্র সৈকত সংলগ্ন রিসর্টে।
গত শুক্রবার, তিউনিসিয়ার হোটেলে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ৪৮। আতঙ্কে সমুদ্র সৈকত ছাড়ছেন পর্যটকেরা। আল-কান্তোয়াই রিসর্টে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা হোটেলের ভিতর থেকে বাজি ফাটার মত শব্দ আসতে শুরু করে। তারপরই আতঙ্কে ছোটাছুটি করেন পর্যটকেরা। হোটেলের ভিতরে বিভিন্ন জায়গায় লুকোতে শুরু করেন তাঁরা। কেউ হোটেলের ভিতর বিছানার তলায় আটকে পড়েন। জানা গিয়েছে ওই বন্দুকবাজকে হত্যা করা সম্ভব হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 239