
উইম্বডনের পর ফের খেতাবের লড়াইয়ে মুখোমুখি রজার ও জোকার৷ রবিবার সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে লড়াইটা বিশ্বের এক ও দু’ নম্বরের৷
সেমিফাইনালে উইক্রেনের কোয়ালিফায়ার আলেজান্দ্র ডলগোপোলভকে তিন সেটের লড়াইয়ে (৪-৬, ৭-৬, ৬-২) হারিয়ে ফাইনালে ওঠেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ৷ প্রথম সেটে জোকারকে হারিয়ে চমক দিয়েছিলেন কোয়ালিফায়ার আলেজান্দ্র৷ দ্বিতীয় সেটেও শীর্ষ বাছাইকে কঠিন লড়াই দিয়েছিলেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ তৃতীয় অবশ্য প্রতিপক্ষকে সুযোগ না-দিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেয় জোকার৷ এর আগে চারবার ফাইনালে উঠেলও একবারও খেতবা জিততে পারেননি জকোভিচ৷
অন্য দিকে টুর্নামেন্টে ছ’বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার সেমিফাইনালে অ্যান্ডি মারেকে স্ট্রেট সেটে (৬-৪,৭-৬) হারান৷ এ নিয়ে টানা পাঁচবার মারেকে হারালেন রজার৷ ৩৪ বছরের সুইস তারকা এদিন প্রথম সেটের তৃতীয় গেমে ব্রেক করে ম্যাচে জাঁকিয়ে বসেন৷ দ্বিতীয় সেটে মারে লড়াই করলেও রজারকে থামাতে পারেননি৷ উইম্বলডন ফাইনালে জোকারের অল্পের জন্য খেতাব হাতছাড় হয় রজারের৷ সিনসিনাটি মাস্টার্স জিতে তাঁর প্রতিশোধ নিয়ে চান ফেডেরার৷