ফের ভূমিকম্পে কাঁপল নেপাল৷ মঙ্গলবার সকাল ন’টা ২১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল সিধুপালচৌক জেলায়৷
গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল৷রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৮৷মৃত্যু হয় কয়েক হাজার মানুষের৷এখনও ঘরছাড়া বহু মানুষ৷কিন্তু এখনও থামেনি আফটার শক৷ মঙ্গলবার সকালে ফের কম্পন অনুভূত হয়৷সোমবার সন্ধেবেলাও কম্পন অনুভূত হয়েছিল৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২৷
পোস্টটি যতজন পড়েছেন : ২১০