১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। কেঁপে ওঠার পরই আতঙ্ক নেপালজুড়ে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নামচে বাজারের সামনে। কম্পনের পরই মানুষ ঘর ছেড়ে রাস্তায় চলে আসে। গোটা নেপাল জুড়ে ফিরে আসে ক মাসের আগের ভয়াবহ স্মৃতি। অবশ্য কম্পনের মাত্রা কম থাকায় খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জনজীবন ফিরে আসে। কম্পনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে নেপালে। অনেকেই কম্পনের ভিডিও তুলে পোস্ট করতে শুরু করেন। নেপালের কম্পনের জেরে এরাজ্যেও মৃদু কম্পন অনুভূত হয়। দুপুর আড়াইটে নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। রবিবার ছুটির দিন হওয়াতেও কম্পন আতঙ্ক ছড়ায় উত্তরজুড়ে। অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। যারা রাস্তায় ছিলেন নিরাপদ আশ্রয়ে ঢুকে আসেন। যদিও কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় জনজীবন। তবে, ফের আফটার শকের আতঙ্ক রয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। রাজ্যে কম্পনে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ