১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানি। বৃহস্পতিবারের মধ্যে মেক্সিকো ও আমেরিকার উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বুধবার এমনটাই জানিয়েছে হ্যারিকেন সেন্টার। মনে করা হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে আজ ও কাল শক্তি সংগ্রহ করবে এই ঘূর্ণিঝড়। প্রাথমিকভাবে এই ঝড় ঘূর্ণিঝড়ের আকারে নয় সাধারণ ঝড়ের মতোই ব্যবহার করছিল। তবে গত একদিনে অনেকটা শক্তি সংগ্রহ করেছে ঝড়টি।

প্রাথমিক ভাবে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছিল এটি। তবে এখন এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টায় বাড়বে এর তীব্রতা। ঝড়টি আস্তে আস্তে পূর্বদিকে সরছে। মনে করা হচ্ছে ক্যারাবিয়ান সাগরে পৌঁছতে পৌঁছতে দানির গতিবেগ কমে আসবে। এখনও কোনও হতাহতের খবর মিলেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ