[english_date]

ফের ক্যামেরার সামনে সঞ্জুবাবা

সঞ্জয় দত্ত ফের ক্যামেরার সামনে! জেল থেকে ছা়ড়া পাওয়ার পর সঞ্জুবাবা এই প্রথম শ্যুট করলেন । সঞ্জয় মুম্বইয়ের মাড আইল্যান্ডে এক পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপনী শ্যুটে হাজির ছিলেন । সেট এ পৌঁছে গিয়েছিলেন সময়ের আগেই।

শ্যুট শেষে সেট এর প্রত্যেকের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফও দেন সঞ্জু। এতদিন পর কাজ করাটা চুটিয়ে উপভোগ করছেন অভিনেতা। জেল এ থাকাকালীন জল রাখার বড় পাত্রকে ডাম্বেল হিসেবে ব্যবহার করে ওয়ার্কআউট করতেন সঞ্জয়। এখন নাকি বাড়িতেও একই পন্থায় শরীরচর্চা করছেন তিনি!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ