ফের ইয়েমেনে ড্রোন হামলা। মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোনের হামলায় ইয়েমেনের পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েমেনি সংবাদ মাধ্যমের দাবি, মৃত পাঁচজনের প্রত্যেকেই আল কায়েদা জঙ্গি নেতা। মৃতদের মধ্যে রয়েছেন ইয়েমেনের দায়িত্বপ্রাপ্ত জঙ্গি চিফ আবু আহমেদ আল কাজিমি। সংবাদমাধ্যমের প্রকাশিত এই তথ্য এখনও মার্কিন সেনা তরফে স্বীকার করা হয়নি।
ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার? একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনের দিখার আবেয়ান প্রদেশে হামলা চালান ওই গাড়িটিতেই পাঁচজন জঙ্গি ছিল বলে জানা গিয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগে গত তিনমাস ধরে ইয়ামেনে হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সেনা। শিয়াপন্থি হাউতি বিদ্রোহীদের থামাতেই সৌদি সেনার তরফে এই হামলা চালানো হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৭