দিনাজপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কয়েক বোতল ফেনসিডিলও জব্দ করা হয়। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নয়জন আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 265