জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রোফাইল পিকচার (ছবি) নিয়ে কতোই মাতামাতি! প্রতিদিন মোট ফেইসবুক ব্যবহারকারীরা অন্তত ৪ বিলিয়নবার প্রোফাইল পিকচার দেখে থাকেন। তবে প্রোফাইল ছবির পরিবর্তে যদি প্রোফাইল ভিডিও থাকে, তাহলে দারুণ মজা হতো তাইনা?
হ্যাঁ, এবার ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইলে ভিডিও দেয়ার সুবিধা চালু করেছে সাইটটি। ৭ সেকেন্ডের লুপিং ভিডিও তৈরি করে সেটি প্রোফাইলে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার ফেইসবুকের নিজস্ব সংবাদ সেবা নিউজরুমে এই তথ্য জানানো হয়।
ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোফাইল ভিডিও চালুর বিষয়টি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে। সব ব্যবহারকারী এই সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এছাড়া ব্যবহারকারীদের প্রোফাইলকে অপেক্ষাকৃত সুন্দর ও মোবাইলবান্ধব করতে আর ৪টি পরিবর্তন আনা হচ্ছে। এগুলো হলো- প্রোফাইলে ফিচার ফটো পিন করার সুবিধা, সাময়িক প্রোফাইল পিকচার, অ্যাবাউট ইনফো সেকশনে ১০০ শব্দের জীবনবৃত্তান্ত ও স্ক্রিনের মাঝামাঝি প্রোফাইল পিকচারসহ বড় আকারে ছবি ও বন্ধু তালিকা দেখানোর সুবিধা।
ইতিমধ্যেই বেশ কিছু ব্যবহারকারী ফেইসবুকের এই নতুন সুবিধা উপভোগ করতে পারছেন। পর্যায়ক্রমে সকলেই এই সুবিধা পাবেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১১১