মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল ষড়যন্ত্রী টাইগার মেমনের নাম করে ফোন করে হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার পাকিস্তানে। জাতীয় সংবাদমাধ্যমে প্রথমে পাক টেলিভিশনকে উদ্ধৃত করে মেমনের গ্রেফতারি কথা প্রকাশিত হলেও, পরে জানা যায় মুম্বই পুলিশের কাছে এই গ্রেফতারি নিয়ে কোনও তথ্য নেই।
এরপরেই পাক সংবাদমাধ্যম ভোল পালটে প্রচার করতে থাকে, ধৃত ব্যক্তি মেমন নয়, মেমনের নাম করে ফোন করত ফুকরান বলে একজন। তার বিরুদ্ধে অভিযোগ, মেমনের নাম করে মেয়েদের উত্যক্ত করত সে।
এই মুহূর্তে টাইগার মেমনকে খুঁজছে ইন্টারপোল ও সিবিআই। মুম্বই বিস্ফোরণের পর ১৯৯৩ সালে দুবাই উড়ে যায় মেমন। গত ৩০ জুলাই নাগপুর সেন্ট্রাল জেলে বন্দী ভাই ইয়াকুব মেমনের ফাঁসির খবর শুনে বাড়িতে ফোন করেছিল টাইগার, অনুমান পুলিশের।
পোস্টটি যতজন পড়েছেন : ৪২৯