৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুটবলে অভিষেক হলো মেসির ছেলের

লিওনেল মেসি। বর্তমান তো বটেই, অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছে আর্জেন্টিনার রোজারিওতে অনুষ্ঠিত হওয়া নিওয়েলস কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে। সেখান থেকে উঠে এসে প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে রাজত্ব চালাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
যেখান থেকে মেসি নিজের অমরত্বের যাত্রা শুরু করেছেন, এবার বাবার জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও থেকে নিওয়েলস কাপের মধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ বয়সভিত্তিক দলে অভিষেক হয়েছে ১২ বছর বয়সী থিয়াগো মেসির। তার গায়ে ছিল বাবার মতো ১০ নম্বর জার্সি। প্রতিপক্ষ ছিল লিওনেলের প্রথম ক্লাব নেয়েলের ওল্ড বয়েজ। সেই ম্যাচে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দল।
শুধু থিয়াগো মেসির নয়, এই ম্যাচ দিয়ে লিওনেল মেসির সতীর্থ এবং বন্ধু উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেসের ছেলে বেঞ্জামিন সুয়ারেসের অভিষেক হয়। আর এই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন থিয়াগো মেসির মা আন্তোনেলা রোকুজ্জো এবং তার দাদা-দাদি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ