
ফিল্ডিং নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস৷ শুধু জন্টি নন, পুরো দক্ষিণ আফ্রিকা দলই গত এক দশকে ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম৷ যদিও জন্টির হাত থেকে ব্যাটনটা এখন ডিভিলিয়ার্স-দু প্লেসি-র হাতে গিয়েছে৷ উল্টোদিকে টিম ইন্ডিয়া কখনই তাদের ফিল্ডারদের জন্য অতীতে গর্ব করতে পারেনি৷ কিন্তু গত কয়েকবছরে ভারতীয় দলের চিত্রটা পুরোপুরি বদলে গিয়েছে৷ রোহিত-রায়না-ধাওয়ান-রাহানে সমৃদ্ধ নীল জার্সিধারীরা ফিল্ডিংয়েও নজর কেড়ে নিয়েছে৷
ফিল্ডিংয়ের প্রসঙ্গে ভারতীয় টিমের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রোহিত শর্মা জানিয়েছেন,‘বর্তমানে আমরা ফিল্ডিংয়ের দিকে বেশি করে নজর দিচ্ছি, যার ফল আপনারা শ্রীলঙ্কায় দেখেছেন৷ ওই সিরিজে দলের প্রত্যেকেই খুব ভালো ফিল্ডিং করেছে৷ আমাদের লক্ষ্য ক্রিকেটের এই বিভাগটিতে বিশ্বসেরা হওয়া৷’
বর্তমানে ধোনি বিগ্রেড ধরমশালায় রয়েছে, যেখানে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুক্রবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি খেলবে৷ ধরমশালার মাঠটি ভারতের অন্যান্য মাঠের তুলনায় একটু বেশীই উঁচুতে অবস্থিত৷ তাই ভালো ফিল্ডিংও যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে একথা মানছে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক৷ তাই তারা ফিল্ডিংয়ে বেশী করে নজরও দিচ্ছে৷