![](https://earthnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পুরুষের ভুঁড়ি বাড়ার কারণ হিসেবে বেশিরভাগ লোকই অতিরিক্ত খাওয়া বা অসময়ে খাওয়াকেই দায়ী করেন। কিন্তু এই ভাবনা একেবারে ঠিক নয়। নতুন এক গবেষণা থেকে জানা গিয়েছে, ফিমেল সেক্স হরমোনের ফলেই পুরুষ স্থূলতার শিকার হন এবং তাদের ভুঁড়ি বেড়ে যায়।
গবেষণা অনুযায়ী, ফিমেল সেক্স হরমোনের ফলে পাশ্চাত্য দেশের পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমতে দেখা গিয়েছে। পুরুষের শরীরে ফিমেল হরমোন বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বড় কারণ সেই সমস্ত খাবার খাওয়া যাতে ইস্ট্রোজেনের মাত্রা অতিরিক্ত থাকে। এর মধ্যে আছে সোয়া জাতীয়ও খাবার। কারণ সোয়া জাতীয় খাবারে ইস্ট্রোজেনের মাত্রা সবচেয়ে বেশি থাকে। মহিলাদের শরীরের সেক্স হরমোনই সাধারণত আমরা ইস্ট্রোজেন নামে চিনি।
মহিলাদের ঋতুস্রাব চলাকালীন সময়ে ইস্ট্রোজেন নির্গত হয়। এই কারণেই মহিলাদের স্থূলতা বা থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বৈজ্ঞানিররা মনে করেন পুরুষদের স্থুলতার কারণও এই নির্দিষ্ট হরমোনটি।