[english_date]

নির্বাচিত হওয়ার ৪দিনের মাথায় পদ ছাড়লেন সেপ ব্ল্যাটার

অনেক জল্পনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় পদত্যাগ করলেন সেপ ব্ল্যাটার। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

গত শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত নির্বাচনে অনেক সংশয় আর জল্পনা-কল্পনার মধ্যে পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৭৯ বছর বয়সী সেপ ব্ল্যাটার।

ব্ল্যাটারের একমাত্র প্রতিপক্ষ ছিলেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। ফিফা সভাপতি হওয়ার জন্য কোনো প্রার্থীকে ২০৯টি ভোটের অন্তত দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৪০ ভোট পেতে হয়। প্রথম দফা ব্ল্যাটার ১৩৩ আর প্রিন্স আলী পান ৭৩ ভোট। বাকি তিন ভোট বাতিল হয়ে যায়।

নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে তার আর প্রয়োজন পড়েনি। দ্বিতীয় দফা নির্বাচনের আগে সরে দাঁড়ান প্রিন্স আলী। তাই আরো চার বছরের জন্য ফিফা সভাপতির দায়িত্বে ব্ল্যাটার। যে দায়িত্ব তিনি পালন করে আসছেন ১৯৯৮ সাল থেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ