ফিফা অনেক আগেই বাফুফেকে নির্দেশ দিয়েছিল নির্বাহী কমিটির আকার ছোট করে আনতে হবে। ২১ জনের কমিটি রয়েছে সেটি ১২ থেকে ১৪ জনের কমিটি হতে হবে। নির্দেশনা ছিল বাফুফের কাউন্সিলর সংখ্যা কমাতে হবে। কিন্তু ফিফার কোনো নির্দেশনা অনুসরণ করেনি বাফুফে। ফিফার সদস্য দেশগুলো কীভাবে চলবে সেই সিদ্ধান্ত ফিফা গ্রহণ করে।
ফিফার নির্দেশনা কেন মানছে না বাফুফে। অনেক আগেই তো এসব নিদের্শনা ছিল। সংবাদ সম্মেলনেও ফিফার এসব কথা জানানো হয়েছিল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফিফা বলেছে, আমাদের কাউন্সিলরের সংখ্যা কমাতে। সেই সঙ্গে বাফুফের নির্বাহী কমিটিও ছোট করতে বলেছে। আমাদের ফিফার সব নিয়ম-কানুন মেনে চলতে হয়।’
২০২০ সালের সর্বশেষ নির্বাচনে বাফুফের কাউন্সিলর ছিলেন ১৪৮ জন। এর মধ্যে ভোটার ছিলেন ১৪১ জন। বাকি সাত জন ছিলেন নন-ভোটিং কাউন্সিলর। একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চার জন সভাপতি ও ১৫ জন সদস্য। ২১ জন নিয়ে বাফুফের নির্বাহী কমিটি। সালাউদ্দিন বলেছেন, ‘আমাদেরকে ফিফা বলেছিল আমাদের কাউন্সিলের সংখ্যাটা ১০০-এর নিচে নামিয়ে আনতে। আর বর্তমান নির্বাহী কমিটি ১২ থেকে ১৪ জনের মধ্যে হতে হবে। এর মধ্যে সিনিয়র সহসভাপতি পদ বাদ দিতে বলেছে এবং সহসভাপতি চার জন থেকে কমিয়ে তিন জন করতে বলেছে।’ ফিফার এই নিদের্শনা মেনে কাউন্সিলর কমাতে এবং নির্বাহী কমিটি ছোট করতে হলে বাফুফেকে গঠনতন্ত্র সংশোধন করতে হবে। যদিও বাফুফে এখনো সেই উদ্যোগ নেয়নি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘গঠনতন্ত্র সংশোধনের জন্য এখনো কোনো কাজ শুরু করা হয়নি।’
ফিফা হতে বাফুফেতে চার জনের নামে চিঠি আসর খবর জানা নাই বলে জানিয়েছেন সালাহউদ্দিন। কারো ব্যক্তিগত নামে চিঠি এসে থাকলে সেটি সভাপতির জানার কথা নয়।
আর্জেন্টিনাকে আনতে ১০ মিলিয়ন ডলার খরচ করতে রাজি
আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে। বাংলাদেশে এনে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা ভাবছে। যদিও এটি কঠিন কাজ। তবে চেষ্টা করছে বাফুফে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন ৫ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালের যে কোনো একটি সময়ে আর্জেন্টিনাকে নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ রয়েছে। আর্জেন্টিনা সম্মতি দিলে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। আর্জেন্টিনা বাংলাদেশে আসতে চাইলে সব খরচ বাংলাদেশ বহন করবে।
সোহাগ বলেন, ‘আর্জেন্টিনার যাওয়া-আসা, থাকা-খাওয়া থেকে শুরু করে যেখানে যা লাগবে সব দেবে বাফুফে।’ সালাহউদ্দিন জানিয়েছেন ১০ মিলিয়ন ডলার খরচ হবে। এর জন্য পৃষ্ঠপোষকও পাওয়া যাবে।