
ফিজিতে শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টনে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখন ঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩২৫ কিলোমিটার।
ঝড়ের কারণে সেখানে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে, সমূলে পড়ে গেছে হাজার হাজার গাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পুরো দেশ। কিছু কিছু এলাকায় অঞ্চলে গিয়ে উদ্ধারকারীরা পুরো গ্রাম লণ্ডভণ্ড অবস্থায় দেখেছেন।
দেশটির পশ্চিম উপকূলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বাতাসে উড়ে আসা বিভিন্ন জিনিসের ভাঙা অংশের ধাক্কাতেই মূলত তাদের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝড়টি ফিজির প্রধান দ্বীপ ভিতি লেভুর উত্তরাঞ্চলে আঘাত হানে। এরপর ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হয়। শেষ মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন করে সর্বশক্তি নিয়ে রাজধানী সুভা অতিক্রম করে।