[english_date]

ফাইনালে ওঠার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ভারতের মাটিতে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই শেষে চার দলের ফাইনালে ওঠার লড়াই শুরু আজ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত।

 

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলা আড়াইটা মুখোমুখি হচ্ছে দুই দল।

 

টুর্নামেন্টে এবার সবার আগে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। স্বাগতিকরা জয় পেয়েছে প্রাথমিক পর্বের নয়টি ম্যাচেই। জয়ের ধারায় থাকা অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষেই টানা তৃতীয় ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড।

 

সবশেষ ম্যাচের একাদশ নিয়েই আজ সেমিফাইনাল খেলতে মাঠে নামছে ভারত। কিউই একাদশেও আসেনি কোনো পরিবর্তন। আগের একাদশে নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড।

 

ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ