৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাঁস হওয়া প্রশ্নপত্রের তথ্য প্রমাণ উপস্থাপনের করতে সংবাদ সম্মেলন

সাংবাদিকদের কাছে ফাঁস হওয়া প্রশ্নপত্রের তথ্য প্রমাণ উপস্থাপন করবেন মেডিকেলে  ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। এ উপলক্ষে আজ শনিবার বিকেল  ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে তারা।

এর আগে ৪ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে  মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সেদিন সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করেছে। তবে প্রশ্ন ফাঁসের যে গুজব বা অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। আমি নিজেও ইনকোয়ারি করেছি। প্রমাণ পেয়েছি যে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

গত ১৮ সেপ্টেম্বর দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থী ও অভিভাবকরা। সে ধারাবাহিকতায় আজও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ