১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুইয়ানদের কাছে ৭ উইকেটে হেরেছে বিসিবি একাদশ

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুইয়ানদের কাছে ৭ উইকেটে হেরেছে বিসিবি একাদশ

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৭ নভেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ নভেম্বর। দিবা-রাতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী মারুফ, জুবায়ের হোসেন, সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ