[english_date]

প্রেসিডেন্ট থাকাকালে চীনসহ একাধিক দেশে ব্যাংক অ্যাকাউন্ট ছিল ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি প্রকাশিত ট্রাম্পের কর নথি থেকে দেখা গেছে, ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করেছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, চীনের বাইরেও যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট ছিল।

চীনে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এর আগে, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী অ্যা, লান গার্টেন নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন, চীনে ট্রাম্পের হোটেল ব্যবসা এগিয়ে নিতেই ট্রাম্প চীনে ব্যাংক অ্যাকাউন্ট করেছিলেন।

এদিকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি প্রকাশ করা হয় শুক্রবার (৩০ ডিসেম্বর)। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চার বছর ধরে ডেমোক্র্যাটরা ট্রাম্পের কর নথি প্রকাশ করার জন্য চেষ্টা চালাচ্ছিল। তবে ট্রাম্প তাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বে থাকাকালীন ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য আছে প্রকাশিত কর নথিতে।

নথি প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্পের আইনজীবী জানান, এই কর্মকাণ্ডের পরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভেদ আরও বাড়বে। ট্রাম্প নিজেও এক বিবৃতিতে বলেছেন, ‘ডেমোক্র্যাটদের কখনও এটি করা উচিত হয়নি। সুপ্রিম কোর্টেরও অনুমোদন দেয়া ঠিক হয়নি। এটি মানুষের মধ্যে বিপজ্জনক অবস্থা তৈরি করবে।’

মার্কিন প্রেসিডেন্টদের কর নথি প্রকাশের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে দশকের পর দশক ধরে দেশটির প্রেসিডেন্টরা স্বেচ্ছায়ই তাদের কর নথি প্রকাশ করে আসছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কর নথি প্রকাশ না করে গোপন রাখার চেষ্টা চালিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ