১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেম টেকাতে তাড়াহুড়ো নয়

কন্ডিশন এমন, যে সঙ্গীকে চোখে চোখে রাখছেন । সবসময় দেখা করতে ইচ্ছে করে । সারাদিন কথা বলতে মন চায় । মনে মনে বিয়ের প্ল্যানটাও সেরে ফেলেছেন । সব ঠিক আছে । কিন্তু ধীরে বৎস, ধীরে । প্রেমে অত তাড়াহুড়ো ভালো নয় । আপনার সঙ্গী তো পালিয়ে যাচ্ছেন না । তাই ভবিষ্যতের পরিকল্পনায় সময় নিয়ে এগোন ।

সম্পর্ক এগোনোর ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আপনার মানসিক বন্ধনটা জোরদার হওয়া ভীষণ দরকার । শুধু তাই নয়, সম্পর্ক মজবুত করতে জরুরি শারীরিক সম্পর্কও । অনেক সময় দেখা যায়, চটজলদি সিদ্ধান্ত সম্পর্ক শেষ করে দেয় । তাই যে কোনও সম্পর্ক টেকাতে চাইলে ধীরে এগোন ।

কোনও বিষয়ে ঝামেলা হলে আপনারা দু’জনেই চুপ । ১০-১৫ দিন কোনও যোগাযোগ নেই । এগুলো করবেন না । সম্পর্ক এগোতে চাইলে যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি । সম্পর্কে থাকলে একে অপরের সঙ্গে মতের অমিল হওয়াটা স্বাভাবিক । তাই এই নিয়ে মুখ দেখাদেখি বন্ধ না করে বরং একসঙ্গে বসে সমস্যার সমাধান করুন । এতে আখেরে লাভবান হবেন আপনারাই । 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ