ভালোবাসার যে কি টান তা আবার প্রমাণ করলেন বাজিরাও খ্যাত তারকা অভিনেতা রনবীর সিং। দীপিকার সাথে যে প্রেমের কাহিনী তা কম বেশি সবার জানা। তাই এবার স্বয়ং প্রেমিকার টানে সুদূর কানাডায় গেলেন রনবীর। আর এই গুঞ্জনকেই সত্যে পরিনত করলেন স্বয়ং রনবীরই!
আগে থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল যে সিনেমা পার্টনার দীপিকা পাডুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বাজিরাও খ্যাত তারকা অভিনেতা রনবীর সিং।
হ্যাঁ। বর্তমানে হলিউডের সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন অবস্থান করছেন সুদূর কানাডায়। হলিউড সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে সেখানে শুটিংয়ে আছেন তিনি। অথচ কালকেই ভ্যালেন্টাইন ডে! প্রেমিকা বিহনে ভারতে বসে কি করবেন রনবীর! এই ভেবেই হয়তো কাল ভারত থেকে দীপিকার সঙ্গে ভ্যালেন্টাইন কাটাতে উড়ে গেলেন কানাডায়। যদিও দীপিকার সঙ্গে কানাডায় ভ্যালেন্টাইন কাটানোর খবরটিকে অনেকে গুজব বলে উল্লেখ করেছিলেন! কিন্তু এবার সোশাল মিডিয়ার বদৌলতে রনবীর-দীপিকার চুপিচুপি প্রেম বোধয় আর হলো না। কারণ রনবীর যে এই মুহূর্তে দীপিকার শুটিংস্থল কানাডায় আছেন, সে বিষয়টি জানিয়ে দিয়েছেন হলিউড নির্মাতা ডিজে কারসো। আজ সকালে শুটিং সেটে দীপিকা ও রনবীর সিংয়ের সঙ্গে তিনি একটি ফটোও যে শেয়ার দিয়েছেন টুইটে!
রনবীর সিং দীপিকা পাডুকোনের সঙ্গে ছবিটি নিজের টুইটে শেয়ার দিয়ে নির্মাতা ডিজে কারসো লিখেন, ‘আজ আমাদের সেটে একজন বিশেষ মানুষের আগমন ঘটেছে।’ এমন ঘটনার পর দীপিকা-রনবীরের প্রেম কাহিনী কতোটা রঙ ছড়াবে মিডিয়ায় তাতো বলাই বাহুল্য!
প্রসঙ্গত, দীপিকা-রনবীর কাপুর অভিনীত প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাসফলতা দেখানো ছাড়াও সিনে আলোচকদের প্রশংসা কুড়িয়েছে। গেল বছরে এই জুটির অভিনীত ছবি ‘বাজিরাও মস্তানি’ ভারতের ইতিহাসে অন্যতম এক প্রাপ্তিযোগ।