[english_date]

প্রেমিকের সাথে ঢাকায় এসে ‘ধর্ষিত’ কিশোরী

সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীকে ঢাকায় এনে ধর্ষণ

প্রেমিকের সঙ্গে পালিয়ে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে এক কিশোরী ধর্ষিত হয়েছে বলে খবর জানা গেছে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানিয়েছেন এই ঘটনায় ডেমরা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেফতারকৃতদের নাম রফিক (২২) ও সাগর (২৮) ।ওই কিশোরীর বরাত দিয়ে সেলিম বলেন, “ওই মেয়েটির পরিবার অন্য একজনের সঙ্গে তার বিয়ে ঠিক করায় সে প্রেমিকের সঙ্গে ঝিনাইদহ থেকে পালিয়ে শনিবার ভোরে ঢাকায় আসে।ডেমরায় নেমে তারা দুজন উত্তর ডগাইর রাস্তার পাশে এক ছোট খাবার দোকানে ঢুকলে দোকানের তিন কর্মচারী পাশে তাদের থাকার জায়গা আছে- বিশ্রামের জন্য নিয়ে যায়। বিকালে সেখানেই ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে ওই তিন জন তাকে ধর্ষণ করে।”

গত শনিবার রাতে কিশোরীটি থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এসময় সিরাজ নামে আরেকজন পালিয়ে যায় বলে জানান সেলিম।

ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ