৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রার্থিতা প্রত্যাহার করলেন জেব বুশ

প্রার্থিতা প্রত্যাহার করলেন জেব বুশপ্রার্থিতা প্রত্যাহার করলেন জেব বুশ। মনোনয়নের প্রাথমিক নির্বাচনে তিন রাজ্যে ভালো ফলাফল করতে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে বাবা ও বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন।

শনিবার সাউথ ক্যারোলিনাতে চতুর্থ হয়েছেন তিনি। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও পর সাউথ ক্যারোলিনাতেও ব্যর্থ হওয়াতেই প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের পূত্র ও জর্জ ডব্লিউ বুশ এর ছোট ভাই জেব আশা করেছিলেন সাউথ ক্যারোলিনায় তিনি জয়ী হবেন। কিন্তু এখানে ৩২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জন কাশিখের সঙ্গে যৌথ ভাবে চতুর্থ হয়েছেন জেব।

সাউথ ক্যারোলিনার ফলাফল প্রকাশিত হওয়ার পর আবেগ তাড়িত হয়ে তিনি বলেন, আমি আজ আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। আইওয়া, সাউথ ক্যারোলিনা ও নিউ হ্যাম্পশায়ারের মানুষ তাদের কথা বলে দিয়েছে এবং আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি। আমি দারুণ একটি জীবন কাটিয়েছি এবং জনগণের জন্য কাজ করতে পারাটা ছিল সেই জীবনের শিরোনাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ